Friday, May 17, 2019

প্রজাপতি মন

চতুষ্কোণ বারান্দার লোহার নেটের ছিদ্র দিয়ে দৃষ্টি প্রসারিত হলেই সবুজ ঘাসের দিঘল আচ্ছাদন। তার প্রান্তের সারি সারি চোরাকাঁটা বুঝিয়ে দেয়, এদিকে সচরাচর মানুষের পা পড়ে না। গ্রীষ্মের অলস দুপুরের মাদকতায় বড়রা ঘুমিয়ে পড়লে, এসে দাঁড়াই। বর্ণিল প্রজাপতিরা উড়ে উড়ে আসে, ঘাসে বসে। চোরাকাঁটাগুলোর সঙ্গে চুপি চুপি কথা বলে, আবার যায় উড়ে। প্রজাপতিরা রৌদ্রের প্রখরতায় মোটেও ক্লান্ত নয়। ঝিলমিল পাখা মেলে খেলায় মেতে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2W8MXkY

No comments:

Post a Comment